10/31/2025 প্রশাসনের আশ্বাসে হতাশ, ফের আন্দোলনে রাবি শিক্ষার্থীরা
 
        
      রাজটাইমস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৮
-2021-02-28-15-47-48.jpg) 
      ফের আন্দোলনে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষার দাবিতে থাকা শিক্ষার্থীরা।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) তারা "দাবি মোদের একটাই, স্থগিত পরীক্ষা চালু চাই, শিক্ষা নিয়ে প্রহসন মানি না মানবো না,এক দফা এক দাবি, পরীক্ষা চালু চাই” এমন শ্লোগানে ক্যাম্পাসে বিক্ষোভ করে।
এই সময় তার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বেই সবকিছু সচল। সব স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে তবে কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেনও পরীক্ষা বন্ধ থাকবে। কোন দাবি সহজে মেনে নেয়া হয়না। আমাদের আন্দোলন আরও বেশী জোরদার করতে হবে। যতক্ষণ না আমাদের দাবি গুলো মেনে নিয়ে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত দিচ্ছে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।