3710

05/05/2024 ভ্যাকসিনেশনের জন্য শিক্ষার্থীদের এনআইডির কপি চেয়েছে ইউজিসি

ভ্যাকসিনেশনের জন্য শিক্ষার্থীদের এনআইডির কপি চেয়েছে ইউজিসি

রাজটাইমস ডেস্ক

২ মার্চ ২০২১ ২৩:২২

শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসের নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী টিকা পাবে। তবে আবাসিক শিক্ষার্থী ও এর সাথে সংশ্লিষ্টরা প্রথমেই টিকা পাবেন।বিশ্ববিদ্যালয় খোলার আগেই টিকা দেয়া কার্যক্রম শুরু হবে।যার ফলশ্রুতিতে করোনা টিকার আওতায় আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

ইউজিসি নির্দেশনা মোতাবেক আগামী ৯ মার্চের মধ্যেই আবাসিক হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংশ্লিষ্ট প্রভোস্টদের কাছে জাতীয়পরিচয়পত্রের অনুলিপি পাঠাতে হবে।

ইউজিসির নির্দেশনার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘আবাসিক হল খোলার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে ইউজিসি থেকে জাতীয় পরিচয়পত্রের তালিকা পাঠাতে বলা হয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]