3712

10/28/2025 দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা 

দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে চরম দুর্ভোগে যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক

২ মার্চ ২০২১ ২৩:৪৩

রাজশাহীতে দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রয়োজনের যাত্রীরা বাসের বিকল্প উম্যান হলার, সিএনজি এবং অটোরিকশায় চড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। তবে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া।

আজ মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ কে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাজশাহী থেকে সকল রুটের বাস বন্ধ করে দেয়া হয়েছে। ফলে কোন বাস রাজশাহী ঢুকছে না, রাজশাহী ছেড়েও কোন বাস যাচ্ছে না। একরকম অচল হয়ে পড়েছে রাজশাহী।

বিএনপির নেতারা অভিযোগ করছেন, তাদের বিভাগীয় সমাবেশে জনসমাগম ঠেকাতে বাস বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরিবহন শ্রমিক নেতাদের দাবী, বগুড়ার এক সংঘর্ষের জেরে এই বাস ধর্মঘট।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]