3745

05/15/2024 জামিন পেয়েছেন কার্টুনিস্ট কিশোর

জামিন পেয়েছেন কার্টুনিস্ট কিশোর

রাজটাইমস ডেস্ক

৪ মার্চ ২০২১ ০৪:০২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ছয়মাসের জামিন পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। আজ বুধবার তার জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত সোমবার (১ মার্চ) তার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেন আদালত।

আদালতে কিশোরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এই মামলাতেই গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে মারা গেছেন আরেক আসামি লেখক মুশতাক আহমেদ।

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে গতবছর ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখক ও ব্যবসায়ী মুশতাক আহমেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। পরদিন ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়।

কয়েকদফায় আবেদন করেও জামিন পাওয়া এই দুজনের ফের জামিন আবেদন করা হয়েছিল। গত সোমবার সেই জামিন শুনানিতে বিচারক মুশতাক আহমেদের মৃত্যুর তথ্য হলফনামা আকারে দিতে বলে আজ শুনানির জন্য দিন নির্ধারণ করেন।

 

 

সূত্র- বণিক বার্তা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]