3776

04/29/2025 চট্টগ্রামে খেলার মাঝে করোনা পজিটিভের খবর পেলেন ক্রিকেটার

চট্টগ্রামে খেলার মাঝে করোনা পজিটিভের খবর পেলেন ক্রিকেটার

রাজটাইমস ডেস্ক

৬ মার্চ ২০২১ ০৩:১২

বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস দলের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি চলাকালে করোনা পজিটিভ হওয়ার খবর পেয়েছেন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস। এরপর সাথে সাথে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত সময়েই শুরু হয়েছিল ম্যাচটি। প্রায় দুই ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খবর আসে, আয়ারল্যান্ডের একাদশে থাকা পেসার রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত।

রুহান খেলেছিলেন দুই দলের চার দিনের প্রস্তুতি ম্যাচেও। বাংলাদেশে আসার পর রুটিনমাফিক করোনা পরীক্ষায় এত দিন নেগেটিভও ছিলেন।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০ ওভার ব্যাটিং করে। ৪ উইকেট হারিয়ে ১২২ রান করার পর বন্ধ হয়ে যায় খেলা।

২৪ বলে ৪ রান করে ধুঁকতে থাকা ব্যাটসম্যান ইয়াসির আলীকে রুহান সাজঘরে ফিরিয়েছিলেন ইনিংসের ১১তম ওভারে।

আইরিশ ক্রিকেটাররা এখন তাদের হোটেলে ফিরে যাবেন।

ম্যাচের স্কোর (স্থগিত হওয়ার আগপর্যন্ত): বাংলাদেশ ইমার্জিং দল ১২২/৪ (৩০), সাইফ ৩১, তানজিদ ১০, জয় ০, রাব্বি ৪, হৃদয় ৪৪*, শামীম ২২*; অ্যাডায়ার ২/১৯, রুহান ১/১৪।

 

 

সূত্র: দেশ রুপান্তর

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]