3858

04/29/2025 বাইডেনের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

বাইডেনের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

রাজটাইমস ডেস্ক

১০ মার্চ ২০২১ ০৩:৫৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্য সম্মিলিতভাবে মামলা করেছে। জলবায়ু সংক্রান্ত নির্বাহী আদেশে কারণে দেশের অর্থনৈতিক অবস্থা প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় মামলা দায়ের করা হয়।

সোমবার মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট-এর নেতৃত্বে মামলা করা হয়। এ মামলায় তার সঙ্গে আরও রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।

মামলার অভিযোগ ও শ্মিটের দাবিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট থেকে মুক্তি পেতে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মূল্য নির্ধারণে বাইডেনের কোনো অধিকার নেই। এসব নীতিনির্ধারক সংস্থাগুলোর কাজ। গ্রিনহাউজ ব্যবহারেও সামাজিক ব্যয়ের অংক নির্ধারণ করেছেন। এতে করে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষিখাতে ব্যাপক ক্ষতি হবে। এমনটা হলে কয়েক প্রজন্ম ধরে এখানে বসবাস ও কাজ করা ব্যক্তিরা রাস্তায় বসবে।

 

 

সূত্র: যুগান্তর

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]