3949

04/29/2025 এলো ‘মুজিব ১০০’ অ্যাপ

এলো ‘মুজিব ১০০’ অ্যাপ

রাজটাইমস ডেস্ক

১৫ মার্চ ২০২১ ০৩:৪০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে এই ‘মুজিব ১০০’ অ্যাপের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সরকারের ঘোষিত মুজিববর্ষ উপলক্ষ্যে অনেক আগে থেকেই চালু হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ওয়েবসাইট ‘মুজিব১০০ ডটগভ ডটবিডি’। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম ও তার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ রাখা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম ও তার সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ মিলবে।

mujib100.gov.bd ওয়েবসাইটটির মতো Mujib100 অ্যাপও তৈরি করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। বঙ্গবন্ধুর জীবনের ঘটনাপ্রবাহ, বক্তৃতা, স্মরণে মুজিব, ফটো আর্কাইভ ও গ্রাফিক নভেল ‘মুজিব’, বঙ্গবন্ধুর লেখা, প্রামাণ্যচিত্র, চিঠিপত্র, লোগো ও নির্দেশনাসহ আরও নানা বিষয় থাকবে এই অ্যাপে।পলক বলেন, অ্যাপটির মাধ্যমে তরুণরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে।

অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই যায়গা থেকেই এবং এটি অনলাইন ও অফলাইন-এ এবং খুব অল্প বান্ডউইথয়ে ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।

 

 

 

সূত্র: টেকশহর ডটকম

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]