4006

05/08/2025 পর্দা উঠল ১০ দিন ব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর

পর্দা উঠল ১০ দিন ব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর

রাজটাইমস ডেস্ক

১৮ মার্চ ২০২১ ০০:৩৯

পর্দা উঠলো ১০ দিন ব্যাপী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপনের অনুষ্ঠানমালার। বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের আয়োজনের সূচনা হয়।

বুধবার থেকে শুরু হওয়া অনুষ্ঠান সমূহ চলবে ২৬ মার্চ পর্যন্ত। শুরু হবে প্রতিদিন বিকেল সাড়ে ৪টায়। এতে যোগ দিতে ঢাকায় আসবেন পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বুধবারের অনুষ্ঠানে যোগ দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ , রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হবে মুজিব চিরন্তন থিমের ওপরে। প্রতিদিন আলাদা আলাদা থিমে পরিবেশিত হবে বিভিন্ন অনুষ্ঠানমালা। সাংস্কৃতিক আয়োজন থাকছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান, ভারতসহ বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে নানা আয়োজন।

এই মেগা ইভেন্টটি উপস্থাপনা করছেন আয়োজক কমিটির নীতিনির্ধারক আসাদুজ্জামান নূর।

কর্মসূচী অনুযায়ী সকালে ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নেতৃত্বে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হয়।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]