4010

04/29/2025 বিভাগে নতুন সনাক্ত ১৭

বিভাগে নতুন সনাক্ত ১৭

রাজটাইমস ডেস্ক

১৮ মার্চ ২০২১ ০১:৪৫

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, মঙ্গলবার বিভাগের রাজশাহীতে চারজন, নাটোরে তিনজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ছয়জন এবং পাবনা ও সিরাজগঞ্জে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন পাঁচজন করোনা রোগী। এদের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহী। দুইজনের বাড়ি বগুড়া। মঙ্গলবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি।

সর্বশেষ তথ্য মতে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে ২৪ হাজার ৪৫৮ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৮ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]