4084

05/08/2025 মোদিকে নিয়ে কটুক্তি: কারাগারে কিশোর

মোদিকে নিয়ে কটুক্তি: কারাগারে কিশোর

রাজটাইমস ডেস্ক

২১ মার্চ ২০২১ ২৩:১৯

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেই কিশোর হুমায়ুন কবিরকে (১৮) কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২১ মার্চ) আদালতে সোপর্দ করার পর তাকে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ফেসবুকে মোদিকে কটূক্তি করে ভিডিও আপলোডের অভিযোগে শনিবার বিকালে জেলা শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুমায়ুন কবির (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার জন্য বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে।

পুলিশ আরো জানায়, সাম্প্রদায়িক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]