05/23/2025 মতিঝিলে ভয়াবহ আগুন
রাজটাইমস ডেস্ক
২২ মার্চ ২০২১ ২০:৪৯
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে একটি সাততলা ভবনে।
সোমবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান এ তথ্য নিশ্চিত করেছেন।
লিমা খান জানান, মতিঝিলে একটি সাততলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এই ব্যাপারে বিস্তারিক কিছু জানাতে পারেন নি তিনি।