4195

10/26/2025 ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২১ ০১:৫৬

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুরে বড় ভাইকে জবাই করে হত্যা করেছে ছোট ভাই। গত শুক্রবার দিবাগত রাতে এই খুনের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহতের নাম সাকিব হোসেন সাকিব (১৮)। তিনি হাড়ুপুর এলাকার হেলিন আলী ড্রাইভারের ছেলে। হেলিনের ছোট ছেলে শাকিল হোসেন শিমুল (১৬) বড় ভাই সাকিবকে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাতে সাকিল ও শাকিব দুই ভাই তাদের বাড়িতে একই কক্ষে ঘুমিয়ে ছিল। পরে সকালে দরজা খুলে দেখে সাকিব ঘরের মধ্যে গলাকাটা লাশ পড়ে আছে কিন্তু শাকিল নাই। এতে প্রাথামকভাবে সন্দেহ করা হচ্ছে ভাই সাকিবকে গলা কেটে হত্যা করে শাকিল পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ সাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]