4255

05/06/2024 বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৯১ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৯১ হাজার ছাড়াল

রাজটাইমস ডেক্স

৩০ মার্চ ২০২১ ১৭:৪১

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১২ কোটি ৭৫ লাখ ছাড়িয়েছে। সেই সাথে মারা গেছেন ২৭ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭ লাখ ৯১ হাজার ৭২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫২ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন কোটি তিন লাখ ৩০ হাজার ৬৮৮ জন করোনায় আক্রান্ত এবং পাঁচ লাখ ৫০ হাজার তিনজন মৃত্যুবরণ করেছেন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ২৫ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে তিন লাখ ১৩ হাজার ৮৬৬ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৬১ হাজার ৮৪৩ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]