4265

07/27/2024 আমানুল্লাহ আমান‘র কবিতা `মশা'

আমানুল্লাহ আমান‘র কবিতা `মশা'

রাজটাইমস ডেস্ক

৩১ মার্চ ২০২১ ০২:১৯

 
বাম বাহুতে মনা-আনন্দে 
একটি মশা বসে, 
যেই না কামড় অমনি তারে
দিলাম কিল কোশে।
 
দুষ্টু  মশা  কামড় দিয়েই 
হাওয়ায় উড়ো চিল,
ফোসকে গিয়ে বাম বাহুতে
লাগলো সেই কিল। 
 
পালিয়ে গিয়ে মশা আমায়
ভাবছে বুঝি বোকাই,
বাহুর ব্যথায় এখন আমি
বসে বসে কোকায়।
 
নাম: আমানুল্লাহ আমান
শ্রেণি: অনার্স ১ম বর্ষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ 
জাতীয় বিশ্ববিদ্যালয়  
ঠিকানা: লক্ষীপুর, রাজশাহী 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]