4267

05/02/2025 ঘরের মাঠে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড

ঘরের মাঠে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড

রাজটাইমস ডেস্ক

৩১ মার্চ ২০২১ ০২:৩১

ঘরের মাঠে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড ক্রিকেট দল। সবশেষ নয়টি সিরিজে টানা জয় পেয়েছে ব্লাক ক্যাপসরা।
 
বাংলাদেশ দলের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই মঙ্গলবার সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। 
 
তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলকে হোয়াইটওয়াশ করে তারা। 
 
শুধু বাংলাদেশ দলই নয়, তার আগে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতীয় দলকে নাকানিচুবানি খাইয়ে দেয় কেন উইলিয়ামসনরা। 
 
অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। তার আগে পাকিস্তানকে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ আর ২-১ ব্যবধানে হারায়।
 
করোনার আগে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারায় কেন উইলিয়ামসনরা।
 
ক্যারিবীয়দের আগে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যথাক্রমে ২-০ আর ৩-০ ব্যবধানে হারায় নিউজিল্যান্ড।
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com