4290

04/25/2024 বিঘ্নিত হবে মুঠোফোন সেবা: বিটিআরসি

বিঘ্নিত হবে মুঠোফোন সেবা: বিটিআরসি

রাজটাইমস ডেস্ক

১ এপ্রিল ২০২১ ০২:৩২

দেশের শীর্ষ তিন মুঠোফোন অপারেটরের গ্রাহকেরা সেবা পেতে কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, তরঙ্গ পুনর্বিন্যাসের কারণে এ সমস্যাটি হতে পারে।
 
বিটিআরসি বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম ধাপে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।
 
বিটিআরসি নিলামের মাধ্যমে ৮ মার্চ গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়। বিটিআরসি জানায়, আগে বরাদ্দ করা তরঙ্গের সঙ্গে নতুন করে দেওয়া তরঙ্গ একত্রীকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে। এ কারণে সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা আছে। এ জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 
 
 
 
 
 
 
সূত্র: প্রথম আলো
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]