4301

05/09/2025 আইসিইউতে রিজভী

আইসিইউতে রিজভী

রাজটাইমস ডেস্ক

১ এপ্রিল ২০২১ ২২:২৪

তৃতীয় বারের মত করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকাল ৩ টার দিকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

দেশবাসীর কাছে রিজভির স্ত্রী তার সুস্থতার জন্য দেশাবাসীর দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, এর আগে তিনবার করোনা টেস্ট করালেও রিজভীর রিপোর্ট পজেটিভ আসে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]