4305

04/26/2024 করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব নির্বাচন স্থগিত

রাজটাইমস ডেস্ক

২ এপ্রিল ২০২১ ০১:৩৫

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ সকল ধরণের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে মহামারী করোনা পরিস্থিতি আবারো বেড়ে যাওয়ায় সম্প্রতি সরকারের ১৮ নিদের্শনার কারণেই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন প্রদান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
 
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবণে অনুষ্ঠিত কমিশন সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংএ এই তথ্য জানান তিনি। সিইসির সভাপতিত্বে বেলা তিনটায় কমিশন সভা শুরু হয়। তিনি জানান, জাতীয় সংসদের লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনও স্থগিত করা হলো।
 
উল্লেখ, ঘোষণা অনুযায়ী আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। পাশাপাশি একই দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।
 
 
 
 
 
 
 
সূত্র: নয়া দিগন্ত 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]