4309

04/27/2024 মার্চে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ডলার

মার্চে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ডলার

রাজটাইমস ডেস্ক

২ এপ্রিল ২০২১ ০২:৫৮

করোনাভাইরাস মহামারির মাঝেও রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসীরা। সদ্য বিদায়ী মার্চ মাসে তারা ১৯১ কোটি ডলার  (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের মার্চে রেমিট্যান্স এসেছিল ১২৭ কোটি ডলার।
 
বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রেমিট্যান্সের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
 
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-মার্চ) দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৬০ কোটি ৩৮ লাখ ডলার । রেমিট্যান্সের প্রবাহ চাঙা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সর্বশেষ গত ১৬ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৩.০৯ বিলিয়ন বা চার হাজার ৩০৯ কোটি ডলারে বেশি।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মার্চে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪৪ কোটি ১৩ লাখ ডলার। আর ১৪৩ কোটি ১৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি  ডলার।  বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ২৯ লাখ ডলার।
 
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার  এবং ২০১৮-১৯ অর্থবছরে তারা ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।
 
 
 
 
 
 
সূত্র: বাংলা ট্রিবিউন
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]