4329

04/24/2024 করোনায় আক্রান্ত রিয়াজ, ঘরেই চলছে চিকিৎসা

করোনায় আক্রান্ত রিয়াজ, ঘরেই চলছে চিকিৎসা

রাজটাইমস ডেস্ক

৩ এপ্রিল ২০২১ ০২:০৯

মুম্বাইয়ে শুটিংয়ে যাবেন রিয়াজ। সেখানে তাঁর অংশ নেওয়ার কথা ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে। যাওয়ার সব প্রস্তুতি শেষ, বাকি শুধু করোনা পরীক্ষার ফল জানা। দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তাঁর কোভিড-১৯ পজিটিভ। আপাতত শুটিংয়ে ভারত যাওয়া হচ্ছে না রিয়াজের।
বাসায় চিকিৎসা নিচ্ছেন রিয়াজ। আজ শুক্রবার দুপুরে রিয়াজ প্রথম আলোকে তাঁর করোনায় আক্রান্তের দুঃসংবাদটি জানান। ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর বাসায় চিকিৎসা নিতে শুরু করেন জনপ্রিয় এই অভিনয়শিল্পী।
 
২০১৫ সালের অক্টোবর মাসে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিংয়ে আকস্মিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন রিয়াজ। উত্তরার শুটিং স্পট থেকে দ্রুত তাঁকে নেওয়া হয় হাসপাতালে। তারপর তাঁর হার্টে স্টেন্ট (রিং) পরানো হয়। সেই থেকে জীবনযাপনে বড় পরিবর্তন আনেন রিয়াজ। চিকিৎসকের পরামর্শ মেনে চলার চেষ্টা করেন। হঠাৎ করে করোনায় আক্রান্তের খবরে চিন্তায় পড়ে যায় তাঁর পরিবার। রিয়াজ জানান, তাঁর শারীরিক কিছু জটিলতা রয়েছে। তাই বেশ সাবধানে চিকিৎসা নিতে হচ্ছে। তিনি বলেন, ‘এখন যেহেতু অনেকে করোনায় আক্রান্ত, হাসপাতালে পর্যাপ্ত সিটও নেই। সবকিছু ভেবে আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত আইসোলেশনে আছি। হাসপাতালে থাকছি না বটে, কিন্তু সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি।’
 
সে রকম কোনো উপসর্গ দেখা যায়নি রিয়াজের। এটা করোনার নতুন একটা ধরন, যেটায় কোনো উপসর্গ নেই। রিয়াজ জানান, স্বাদ, গন্ধ সবই পাচ্ছেন। তিনি বলেন, ‘আমার সমস্যা হচ্ছে, শরীরে প্রচণ্ড ব্যথা। দুর্বলতাও আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি।’
 ভক্ত ও দেশের মানুষের উদ্দেশে করোনা আক্রান্ত রিয়াজ বলেন, ‘দেশে করোনা এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। আপনারা সতর্ক থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজের সুরক্ষা নিশ্চিত করুন, তাতে পাশের জনও সুরক্ষিত থাকবে। আমি বলব, এটা খুবই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, এই অবস্থায় প্রত্যাশিত চিকিৎসাসেবাও পাওয়া মুশকিল। তাই আবারও বলছি, সাবধান থাকুন, সুরক্ষিত থাকুন।’
 
‘বঙ্গবন্ধু’ ছবিতে তাজউদ্দীন আহমেদের চরিত্রে অভিনয় করার কথা ছিল রিয়াজের। শুরুতে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেশের আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌসের। কিন্তু ভারতে প্রবেশে সংক্রান্ত নিষেধাজ্ঞায় শেষ পর্যন্ত তাঁর আর ছবিটিতে অভিনয়ের সুযোগ হয়নি। ফেরদৌসের পরিবর্তে এই চরিত্রে নেওয়া হয় রিয়াজকে। 
 
 
 
 
 
 
 
সূত্র: প্রথম আলো
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]