4373

04/26/2024 ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজত কর্মী গ্রেপ্তার

ঘোড়ায় চড়ে পিকেটিং করা হেফাজত কর্মী গ্রেপ্তার

রাজ টাইমস ডেস্ক

৫ এপ্রিল ২০২১ ০৭:৪৪

ঘোড়ায় চড়ে হরতাল কর্মসূচিতে পিকেটিং করা সেই হেফাজত কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১১ রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকার একটি মাদ্রাসা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হেফাজত কর্মীর নাম সৈকত হোসেন (২০)। তার বাবার নাম দেলোয়ার হোসেন। গ্রামের বাড়ি নরসিংদীর পলাশ থানার চালুয়ার চরে।

র‌্যাব জানিয়েছে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম হরতাল ডাকে। হরতালের সমর্থনে নরসিংদীর ভেলানগরে হেফাজত কর্মী সৈকত হোসেন ঘোড়ায় চড়ে পিকেটিং করেছিল। ঘোড়ায় চড়ে উস্কানিমূলক স্লোগান দেয় সে। ভয়ভীতি প্রদর্শন ও উত্তেজনা ছড়ায়। 

ওই ঘটনার পর সৈকতের ঘোড়ায় চড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সে রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকায় আত্মগোপনে চলে গিয়েছিল।

সূত্র: সমকাল

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]