4420

03/29/2024 উদ্যেক্তা হবার স্বপ্ন দেখেন ঝুম

উদ্যেক্তা হবার স্বপ্ন দেখেন ঝুম

নিজস্ব প্রতিবেদক

৭ এপ্রিল ২০২১ ০৫:০৫

গত ন’মাস ধরে অনলাইনে বিজনেস করছেন লাইলা আনজুম ঝুম। রাজশাহী কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স শেষ করে একাউন্টিং-এ রাবি থেকে এম.বি.এ. করছেন। করোনকালীন সময়ে, লকডাউন অবস্থায় কোন কাজ না থাকায় ডিপ্রেশনে চলে যান। ক্লোজ বান্ধবীর পরামর্শ ও সাহায্যে উদ্যোক্তা জীবনে পা রাখেন।

লাইলা আনজুম ঝুম এখন মেয়েদের দেশী-বিদেশি শাড়ি, থ্রিপিস ও জুয়েলারি নিয়ে কাজ করছেন। কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখা আর আত্মনির্ভরশীল হবার চিন্তা থেকেই ব্যবসাটা শুরু। বান্ধবী, হাজবেন্ড আর ‘আমরা রাজশাহীর উদ্যোক্তা’ অনলাই গ্রুপ এর সহযোগীতায় বর্তমানে ভালো মতোই ব্যবসাটা চলছে। শিক্ষিকা পেশাটা থাকলেও ভবিষ্যতে অনলাইন বিজনেসটা আরও প্রসারিত করার মাধ্যমে একটা শোরুম বা ফ্যাক্টরি তৈরির মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থানের স্বপ্ন দেখেন। এখন সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে চলেছেন লাইলা আনজুম ঝুম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]