4430

07/16/2025 করোনায় আক্রান্ত এমপি কিরণ ও তার ছেলে

করোনায় আক্রান্ত এমপি কিরণ ও তার ছেলে

রাজটাইমস ডেস্ক

৭ এপ্রিল ২০২১ ২০:৫১

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত হয়েছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মামুনুর রশীদ কিরণ এবং তার বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিহান আল রশিদ।

বুধবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় এমপিপুত্র জিহান আল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

জিহান আল রশিদ আরও জানান, গত কয়েক দিন অসুস্থবোধ করায় সোমবার করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আমাদের পরিবারের চার সদস্য নমুনা দেন।

মঙ্গলবার (০৬ এপ্রিল) বিকালে আমার আর বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।

পিতা-পুত্রের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]