4446

03/29/2024 ১১ এপ্রিলও হচ্ছে না স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান

১১ এপ্রিলও হচ্ছে না স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান

রাজটাইমস ডেক্স

৮ এপ্রিল ২০২১ ১৫:০৯

আগামী ১১ এপ্রিলও হচ্ছে না দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক-২০২১’ প্রদান অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে দ্বিতীয় দফায় পেছাল এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ এ পুরস্কার দিয়ে আসছে সরকার।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হতে থাকায় গত ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর অনুষ্ঠান স্থগিত করা হয়। নতুন সময় নির্ধারণ করা হয় ১১ এপ্রিল।

কিন্তু গত কয়েকদিন করোনা সংক্রমণ ও মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অবস্থায় ১১ এপ্রিল অনুষ্ঠান না করার কথা জানানো হল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]