4498

05/06/2024 কার্গো জাহাজ আসতে দেখেই নদীতে ঝাঁপ দেয় নৌকার ২০ যাত্রী

কার্গো জাহাজ আসতে দেখেই নদীতে ঝাঁপ দেয় নৌকার ২০ যাত্রী

রাজটাইমস ডেস্ক

১১ এপ্রিল ২০২১ ০২:৩৫

যশোরের অভয়নগরে ভৈরব নদে কার্গো জাহাজ আসতে দেখেই নৌকাডুবির আতঙ্কে ২০ জন যাত্রী নদীতে ঝাঁপিয়ে পড়েন।
 
শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজার-শংকরপাশা খেয়াঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও শংকরপাশা খেয়াঘাটের ব্যবসায়ী আবদুল মান্নান মোল্যা জানান, শনিবার দুপুর ২টায় শংকরপাশা ঘাট থেকে নৌকার মাঝি মামুন প্রায় ২০ জন যাত্রী নিয়ে নওয়াপাড়া বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করেন। নৌকাটি মাঝনদীতে পৌঁছলে মোংলাগামী একটি কার্গো জাহাজ খুব কাছে চলে আসে।
 
নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ দৃশ্য দেখে আশপাশের নৌকার মাঝিরা ভাসতে থাকা যাত্রীদের উদ্ধার করেন। এ সময় আহত অন্তত ১০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
 
নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, জাহাজ ও যাত্রীবাহী নৌকার মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন আহত হয়েছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
 
 
 
 
 
সূত্র: যুগান্তর
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]