450

04/29/2025 রাশিয়ার প্রথম ভ্যাকসিন নিল পুতিন-কন্যা

রাশিয়ার প্রথম ভ্যাকসিন নিল পুতিন-কন্যা

রাজটাইমস ডেস্ক

১১ আগস্ট ২০২০ ২৩:৩৪

অনুমোদনের পর রাশিয়ার আবিষ্কৃত প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করল দেশটির প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের কন্যা।

দেশটির গামালিয়া ইনস্টিটিউট ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক আবিষ্কৃত এই ভ্যাকসিনটি ৩য় দফায় ট্রায়ালের পর মঙ্গলবার (১১ আগস্ট) অনুমোদন পায়।

ভ্যাকসিন গ্রহণের পর তার মেয়ের শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে গেলে ও বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট পুতিন।

তবে পুতিনের দুই মেয়ের কে ভ্যাকসিনটি গ্রহণ করেছে সে তথ্য প্রকাশ করা হয় নি।

ভ্যাকসিনটি সম্পর্কে এখনো কোন মন্তব্য করেননি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে– যে কোনো ভ্যাকসিনের অনুমোদনের জন্যই পরীক্ষাগারে সব ধাপ অতিক্রম করতে হবে।

নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনটি নিরাপদ দাবি করছে রাশিয়া। স্বেচ্ছাসেবীদের দেহে পরীক্ষায় সফলতা পাওয়া গেছে।

তবে ভ্যাকসিনটি মানবদেহের জন্য কতটুকু নিরাপদ সেটি নিশ্চিত করেই মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে গবেষক ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

দুই মাসেরও কম সময়ে মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরী এই ভ্যাকসিন ব্যাপকভাবে উৎপাদন করা হবে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি বেশ কার্যকরভাবে কাজ করছে এবং ভ্যাকসিনটি একটি স্থিতিশীল প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে।

ভ্যাকসিনটি সবার উন্মুক্ত করা হবে জানুয়ারিতে। প্রথমে স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য সেপ্টেম্বর থেকে এই ভ্যাকসিনটি সরবরাহ করা হবে।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]