4582

05/09/2025 এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

রাজটাইমস ডেস্ক

১৫ এপ্রিল ২০২১ ২৩:৪০

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে ঢাকায় নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে তাকে বিমানবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজশাহী থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার চিকিৎসা চলবে।

গত বুধবার (১৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি বাদশার করোনা শনাক্ত হয়। এরপর রাত ৯টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হলো।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু জানান, শরীরে জ্বর অনুভব করায় এমপি বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার পজিটিভ রিপোর্ট আসে। এরপর রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, এমপি বাদশা শারীরিকভাবে ভালো আছেন। পুরোপুরি সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি বাদশা রামেক হাসপাতালে গিয়ে টিকা নেন। তিনিই রাজশাহীতে প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন। সেদিন তিনি সবাইকে টিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর ছয়দিন পর তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]