4592

05/18/2024 বাসায় ফিরেছেন খালেদা, সিটিস্ক্যান রিপোর্ট ভালো

বাসায় ফিরেছেন খালেদা, সিটিস্ক্যান রিপোর্ট ভালো

রাজটাইমস ডেক্স

১৬ এপ্রিল ২০২১ ১৫:০৭

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে ১০ টা ৫০ মিনিটে নিজ বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

এ দিকে এভার কেয়ারের ডিউটি ম্যানেজার মাসুম জানান, বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যানের রিপোর্ট ভালো।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে যাওয়ার জন্য তার নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। পরে হাসপাতালে গিয়ে তার সিটিস্ক্যান করান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পরে তার চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক জনান, গত দু’দিনে ম্যাডামের অবস্থা আর বর্তমান অবস্থার রিপোর্ট করেছি। তাতে আমরা দেখেছি, উনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। উনার অক্সিজেন সেচুরেশন ভালো আছে। ব্লাডের রিপোর্টও ভালো আছে। তবে বুধবার রাতে উনার জ্বর ছিল, বৃহস্পতিবার সকালেও জ্বর ছিল ১০০ ডিগ্রির মতো। তবে উনি ভালো আছেন, স্টেবল আছেন।’ শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

এই চিকিৎসক বলেন, ‘করোনার পরিভাষায় ম্যাডাম এখন দ্বিতীয় সপ্তাহে আছেন। আর করোনার সব বড় সমস্যা হয় দ্বিতীয় সপ্তাহেই। তাই সে বিষয়েও আমরা সতর্ক আছি। আমরা এখন উনার সিটিস্ক্যান করাব।’

এ সময় কোথায় রেখে চিকিৎসা করা হবে জানতে চাইলে খালেদা জিয়ার চিকিৎসক বলেন, ‘করোনায় বলা যায় না কখন কী অবস্থা হয়। তাই আমরা সিটিস্ক্যান করার পর বলতে পারব উনাকে বাসায় রাখব নাকি কয়েক দিনের জন্য হাসপাতালে নেব। সেটা পরে সিদ্ধান্ত নেব। তবে আমাদের সব প্রস্তুতি আছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মানসিক অবস্থা ভালো আছে। আর উনি নিজেই বলেছেন যে, উনি করোনায় আক্রান্ত হয়েছেন সেটা ফিল করছেন না।

তিনি বলেছেন, টেস্ট না হলে তো কিছু বুঝতামই না। তাতে বলা যায়, উনার মানসিক অবস্থা ভালো আছে।’

কোথায় সিটিস্ক্যান করা হবে জানতে চাইলে ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘কোথায় করব তা আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সময় মতো আপনাদের জানিয়ে দিব। তবে দ্রুত সময়ের মাঝে করব।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]