4625

04/29/2024 মোবাইল গেম-এ আসক্ত বাঘার শিক্ষার্থীরা

মোবাইল গেম-এ আসক্ত বাঘার শিক্ষার্থীরা

বাঘা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০২১ ০১:৫৪

মহামারী করোনাভাইরাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে শিক্ষার্থীদের বেশিরভাগ সময় কাটছে বইয়ের পাতার বাইরে। রাজশাহী জেলার বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, দিন দিন ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফায়ার গেমে ঝুঁকে পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধু শহর নয়, গ্রামের শিশু শিক্ষার্থীরাও ফ্রি ফায়ার নামক গেম-এ আসক্ত। 
 
বাঘায় ফ্রি ফায়ার খেলোয়ার তানজিম আহমেদ জিম বলেন, ফ্রি ফায়ার গেম আগে তেমন একটা ভালো লাগত না। বর্তমানে একদিন যদি এই গেম না খেলি তাহলে মাথা কাজ করে না। এ পর্যন্ত আমি অনেক লেভেল পার করেছি  এবং এ খেলায় আমার অনেক অর্থও ব্যয় হয়। 
অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল-মামুন বলেন, আগে ফ্রি ফায়ার গেমস সম্পর্কে আমি কিছু জানতাম না। এখন নিয়মিত খেলি এবং মাঝে মধ্যে গেম খেলতে না পারলে মুঠোফোনটি ভেঙে ফেলার ইচ্ছা হয়। ফ্রি ফায়ার গেম যে একবার বুঝবে সে আর ছাড়তে পারবে না - এমনটাই দাবি তার।
 
নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ সময় শিক্ষার্থীরা ব্যস্ত থাকবে পড়ালেখাসহ শিক্ষা পাঠক্রম গ্রহন নিয়ে ও খেলার মাঠে। সেখানা তারা ডিজিটাল তথ্যপ্রযুক্তির এ যুগে আসক্ত হচ্ছে বিভিন্ন গেমে। এসব বিদেশি গেম থেকে শিক্ষার্থী বা তরুণ প্রজন্মকে ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে পরিবারের অভিভাবকদেরও  শিশুদের প্রতি বাড়তি নজর দিতে হবে।
 
বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বলেন, শিক্ষার্থীরা বর্তমানে এ ফ্রি ফায়ার নামক গেমটিতে খুব বেশি আসক্ত হয়ে পড়েছে। অনেকেই এর পেছনে অর্থ ব্যয় করছে। অভিভাবকসহ সমাজের  সবাই মিলে এ বিষয়ে তদারকি না করলে ভবিষ্যতে ফ্রি ফায়ার নামক গেম মাদক নেশার চেয়ে ভয়ঙ্কর হবে। সবাইকে সবার স্থান থেকে এগিয়ে আসতে হবে। 
 
 
 
 
এসকে
  
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]