4649

04/30/2024 করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

করোনায় আক্রান্ত রাহুল গান্ধী

রাজটাইমস ডেস্ক

২১ এপ্রিল ২০২১ ০০:৩০

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে টুইটারে নিজেই এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাবেক এ সভাপতি।

তিনি বলেন, ‘মুদৃ উপসর্গ দেখা দেওয়ার পর করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলাম। তাতে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যারা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে যাবতীয় সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুরক্ষিত থাকুন।’

গত ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। ওই সভার পরেই দেশজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে পরবর্তী সব নির্বাচনী প্রচারণা সভা বাতিল করেন তিনি।

তিনি ছাড়াও কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যসভার সাংসদ আনন্দ শর্মার শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

সোমবার (১৯ এপ্রিল) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মনমোহন সিংয়ের। আপাতত দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]