4653

04/27/2024 আজ থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল শুরু

আজ থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল শুরু

রাজটাইমস ডেস্ক

২১ এপ্রিল ২০২১ ০১:৪১

দেশে আজ বুধবার (২১ এপ্রিল) অভ্যন্তরীণ সব রুট থেকে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বিশেষ বিবেচনায় অনুমোদিত সব ফ্লাইট সব গন্তব্যে যাত্রী পরিবহন করতে পারবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

বেবিচক প্রদত্ত নির্দেশনায় বলা হয়, যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। যাত্রীরা পরিবারসহ ভ্রমণ করতে পারবেন। তবে পরিবারের ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।

ঢাকা থেকে যেসব ফ্লাইট অন্যান্য গন্তেব্যে যাবে, সেসব ফ্লাইটে অল ওয়াইড বডি সর্বোচ্চ ২৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে। শুধু বি-৭৭৭ ও বি-৭৪৭ ছাড়া অন্যান্য এয়ারক্রাফটে ৩৫০ জন যাত্রী পরিবহন করা যাবে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আশঙ্কাজনক হারে সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল স্থগিত করে বেবিচক। গতকাল সোমবার (১৯ এপ্রিল) দ্বিতীয় দফায় এ স্থগিতাদেশ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তবে দ্বিতীয় দফায় স্থগিতাদেশ দেয়ার একদিনের মাথায় অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দিল বেবিচক।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]