4654

03/29/2024 করোনায় বিভাগে দুই জনের মৃত্যু

করোনায় বিভাগে দুই জনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

২১ এপ্রিল ২০২১ ০১:৪৭

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের বগুড়ায় তাঁদের মৃত্যু হয়। এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৪২ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ জন মারা গেছেন রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ৩২ জন, নাটোরে ১৫ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২০জন এবং পাবনায় ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিভাগের ২৫৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

সর্বশেষ তথ্য মতে, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২১৮ জন। এদের মধ্যে ২৬ হাজার ১২২ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪২৬ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]