47

05/21/2024 বানেশ্বরে কেমিক্যাল দিয়ে আম পাকানোয় জরিমানা

বানেশ্বরে কেমিক্যাল দিয়ে আম পাকানোয় জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

৭ জুন ২০২০ ০৫:২৭

আমে মানব দেহের ক্ষতিকর রাসায়নিক কার্বাইড ব্যবহারের অভিযোগে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটের খাঁন এন্টারপ্রাইজের মালিক মাসুম খাঁনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আমে রাসায়নিক মেশানোর সময় হাতেনাতে আড়তের মালিকসহ কর্মচারীদের আটক করে ভ্রাম্যমান আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটার দিকে বানেশ্বর হাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী ইন্সপেক্টর হাফিজুর রহমান ও এছাড়াও পুঠিয়া থানার পুলিশ সদস্যগণ।
পরে আড়ত মালিক মাসুম খাঁনের কাছ থেকে কুড়ি হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, অভিযান অব্যাহত থাকবে এবং সকল আমের আড়ত মালিদেরকে এ বিষয়ে সাবধান করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]