479

04/29/2025 র‌্যাবের রিমান্ডে সিনহা হত্যার ৭ আসামী

র‌্যাবের রিমান্ডে সিনহা হত্যার ৭ আসামী

রাজটাইমস ডেস্ক

১৪ আগস্ট ২০২০ ১৮:১১

দেশের আলোচিত হত্যাকান্ড মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ড মঞ্জু হওয়া ৭ আসামীকে রিমান্ডের জন্য নিয়ে গেছে র‌্যাব।

শুক্রবার (১৪আগস্ট) সকাল ১০ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে রিমান্ডের জন্য তাদের নিয়ে যায় র‌্যাবের একটি টিম।

তাদের নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোহাম্মদ মোকাম্মেল হোসেন।

নিয়ে যাওয়া আসামীরা কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া। পুলিশ দায়েরকৃত মামলার সাক্ষী মো. নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ।

প্রসঙ্গত, কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তামান্না ফারাহর এই সাতজনের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কক্সবাজার র‌্যাব-১৫ এর করা আবেদনের প্রেক্ষিতে আদালত গত বুধবার এই আদেশ দিয়েছিলেন।

তবে এখনও রিমান্ডে নেয়া হয়নি ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করা টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত ও এসআই নন্দ দুলালকে। এই তিনজন কারাগারে রয়েছেন। তাদেরকেও যে কোনো সময় কারাগার হতে র‌্যাব হেফাজতে রিমান্ডে নেয়া হবে।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]