4860

04/18/2024 রাজশাহীতে করোনায় আরও একজনের মৃত্যু

রাজশাহীতে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩ মে ২০২১ ০০:০৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে রামেক হাসপাতালের ২৫ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোন আক্রান্ত ব্যক্তির লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেয়া হয়েছে। রোববার পর্যন্ত হাসপাতালে করোনা ওয়ার্ডে মোট ১০৫ জন ভর্তি আছে। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৭ জন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১২ জন রোগী।

এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, বিভাগে এ পর্যন্ত মোট ৪৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এর মধ্যে সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া এ পর্যন্ত বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৮৬৯ জন। এদের মধ্যে ২৮ হাজার তিনজন সুস্থ হয়েছেন। আর আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬০৭ জন কোভিড-১৯ রোগী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]