4878

03/28/2024 করোনায় বিভাগে প্রাণ গেল আরো ১ জনের

করোনায় বিভাগে প্রাণ গেল আরো ১ জনের

রাজটাইমস ডেস্ক

৩ মে ২০২১ ২৩:০১

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (০২ মে) বিভাগের নওগাঁয় তাঁর মৃত্যু হয়।

সোমবার (০৩ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৮৩ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন রাজশাহীতে।

পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৮ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ৮৯ জন রোগী শনাক্ত হয়েছেন।

সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত বিভাগের ২৫০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯৫৮ জন। এদের মধ্যে ২৮ হাজার ২৫৩ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬১৮ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]