05/10/2025 চীনের উপহারের টিকা কবে আসছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী
রাজটাইমস ডেস্ক
৫ মে ২০২১ ২১:১২
আগামী ১২ মে বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা আসছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
বুধবার (০৫ মে) দুপুরে একটি জাতীয় দৈনিককে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে চীন আমাদের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার কথা ঘোষণা করেছে। উপহারের সেই টিকা ১২ মে তারা আমাদের পাঠাবে বলে জানিয়েছে।’
দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহরে চেষ্টাও চালাচ্ছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা কেনাকাটার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখাশোনা করছে। এ জন্য মন্ত্রণালয়ে একটি কমিটিও আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কেনাকাটা বিষয়ে বিভিন্ন তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছে।
প্রসঙ্গত, ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করে।