4926

04/20/2024 রাবিতে অবৈধ নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

রাবিতে অবৈধ নিয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

রাজটাইমস ডেস্ক

৭ মে ২০২১ ০১:৪৮

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান তার নির্বাহী ক্ষমতাবলে এডহকের ভিত্তিতে নিয়োগদানের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রাজটাইমস এর হাতে এসে পৌঁছেছে।

উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রফেসর ড. মো আলমগীর কবিরকে আহবায়ক করে একটি চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানানো হয়।

কমিটির সদস্য সচিব মো. জামিনুর রহমান, পরিচালক, পাবলিক রিলেশন ইউজিসি। কমিটির বাকি দুই সদস্য হলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের, ড. মো. জাকির হোসেন আকন্দ, যুগ্ন সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গঠিত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে অবৈধভাব নিয়োগ প্রাপ্ত প্রাপ্তদের চিহ্নিত করে সুপারিশপসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]