4929

04/29/2024 আড়ানী পৌরসভায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

আড়ানী পৌরসভায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বাঘা প্রতিনিধি

৭ মে ২০২১ ০৩:০৬

করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে সরকারিভাবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মে) সকালে আড়ানী পৌরসভায় ৩ হাজার ১ শ পরিবারের মাঝে ৪৫০ টাকা হারে নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র মুক্তার আলী।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সমাজের অসহায়-দুস্থ ও কর্মহীন মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী আবারও মানবিক সহায়তা দিচ্ছে সরকার। এ দিক থেকে বাঘা উপজেলার ৭ টি ইউনিয়ন এবং ২ পৌরসভায় নগদ অর্থ প্রদান করা হয়েছে সাড়ে ১৭ লক্ষ টাকা। এটি আজ কালের মধ্যে বিতরণ শেষ হবে। এরপর ঈদ উপলক্ষে দুস্থদের জন্য আরো রয়েছে ভিজিএফ প্রকল্পের ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা।

আড়ানী পৌর মেয়র মুক্তার আলী বলেন, দেশ যখন উন্নয়নের দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময় মহামারী করোনা আমাদেরকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। এখন ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ। আমরা সবাই সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা জানায় যেন, এই করোনা সংকট অতি দ্রুত নিরসন হয়। 

 

 

এসকে

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]