4937

04/24/2024 বাঘায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছে দিলেন ইউএনও

বাঘায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছে দিলেন ইউএনও

বাঘা প্রতিনিধি

৮ মে ২০২১ ০৩:০১

রাজশাহীর বাঘায় করোনা সংকটের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সমাজের অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান তুলে দিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন। শুক্রবার সকালে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুদান তুলে দেয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যে সমস্ত দুস্থ, অসহায়, অস্বচ্ছল, কর্মহীন ও বয়স্ক ব্যক্তিরা তৃপল থ্রী (৩৩৩) নম্বরে সরকারি অনুদান চেয়ে ফোন দিয়েছিল তাদের একটি খসড়া তালিকা তৈরী করে বাঘা উপজেলা প্রশাসন। আর এটি যাচাই-বাছাই করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর, একটি বাড়ী একটি খামার ও আনছার ভিডিপির সদস্যরা। এরপর জেলা প্রশাসকের নিকট এই তালিকা পাঠানো হলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১ শ’ পরিবারের জন্য বরাদ্দ আসে-চাল, ডাল, লবন, ও সয়াবিন সম্বলিত প্যাকেট । এগুলো শুক্রবার সকালে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কামাল হোসেন, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাংবাদিক লালন উদ্দিন ও সমাজের সুধীজন।

এদিকে ত্রাণ সামগ্রী পাওয়া মঙ্গল সরকার ও খদেজান বেওয়া বলেন, এগুলো পেয়ে আমরা খুব খুশি।

সূত্রে জানা গেছে, কোভিড-১৯ এর ২য় ঢেউ মোকাবেলায় সমাজের অসহায়-দুস্থ ও কর্মহীন মানুষকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশব্যাপী আবারও মানবিক সহায়তা দিচ্ছে সরকার। এ দিক থেকে বাঘা উপজেলার ৭টি ইউনিয়ন এবং ২ পৌরসভায় ইতোমধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে সাড়ে ১৭ লক্ষ টাকা। একই সাথে ভিজিএফ প্রকল্পের মাধ্যমে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণের প্রস্তুতি চলছে।

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]