4946

01/15/2026 ভিসির জামাতা হওয়ায় আমাকে দোষারোপ করা হচ্ছে

ভিসির জামাতা হওয়ায় আমাকে দোষারোপ করা হচ্ছে

কে এ এম সাকিব, রাবি

৮ মে ২০২১ ২০:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি প্রফেসর এম আবদুস সোবহানের জামাতা হওয়ায় উনার বিরুদ্ধে নথি চুরির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন ভিসির জামাতা ও বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক এটিএম সাহেদ পারভেজ।

শনিবার (০৮ মে) সাংবাদিকদের সাথে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।

বিতর্কিত নিয়োগে ভিসি জামাতার সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি তো কর্তৃপক্ষের কেউ না। আমি তো নিয়োগের বিষয়ে তেমন কিছু জানি না।

মিডিয়ায় আমার নিয়োগের আগে থেকে আমার বিরুদ্ধে নিউজ করা হচ্ছে, এখনো করা হচ্ছে। আমি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইবিএতে শিক্ষক হিসেবে ছিলাম।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]