05/02/2025 নাচোলে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক, নাচোল
১৫ মে ২০২১ ২০:৫৯
চাঁপাইনবাবগঞ্জেরর নাচোল উপজেলার ধানসুরায় ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ধান কাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন-গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক।শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন।
স্থানীয়রা জানায়, আড্ডা থেকে নাচোল অভিমুখে আসা একটি ধানভর্তি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের উপরে থাকা তিন ধান কাটা শ্রমিক ট্রাক থেকে ছিটকে ঘটনাস্থলেই মারা যান । পরে আহত শ্রমিকদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।