04/30/2025 যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বিলম্বিত করায় শিশুদের গণহত্যার কারণ হয়েছে : ইলহাম ওমর
রাজটাইমস ডেক্স
১৮ মে ২০২১ ১৬:৫৯
মার্কিন কংগ্রেস ওম্যান ইলহান ওমর বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির প্রতি সমর্থন প্রকাশ করতে বিলম্ব করার ফলে শিশুদের গণহত্যা ও জীবনের ধ্বংসযজ্ঞের কারণ হয়েছে।
গাজায় ১০ মে থেকে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৬১ শিশু নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
ইসরাইলি হামলায় ইসলামিক জিহাদ কমান্ডার নিহত
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় ইসলামিক জিহাদ গ্রুপের কমান্ডার হুসাম আবু হারবিদ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। গ্রুপটি এ ব্যাপারে কোনো তথ্য দেয়নি।
হুসাম আবু হারবিদ ছিলেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) নর্দার্ন ডিভিশনের কমান্ডার। সোমবার বিকেলে এক হামলায় তাকে হত্যা করা হয় হবে ইসরাইলি বিমান বাহিনী দাবি করেছে।
ইসরাইলে রকেট হামলার অন্যতম ব্যক্তিত্ব ছিলেন হারবিদ। অন্তত ১৫ বছর ধরে তিনি পিআইজের কমান্ডার ছিলেন বলে ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজা নিয়ন্ত্রণকারী হামাসও রকেট নিক্ষেপ করে যাচ্ছে। গাজায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২১২। এদের মধ্যে শিশু রয়েছে ৬১, নারী ৩৪। ফিলিস্তিনিদের মধ্যে আহত হয়েছে ১৫ শ'র বেশি।
ইসরাইলে নিহত হয়েছে ১০ জন। এদের মধ্যে শিশু রয়েছে একজন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন। তিনি একটি যুদ্ধবিরতিতে সমর্থন করেন বলেও জানিয়েছেন।
সূত্র : ডেইলি মেইল ও আল জাজিরা