5043

05/20/2024 রাজশাহীতে করোনা সংক্রমণে বেড়েছে মৃত্যু

রাজশাহীতে করোনা সংক্রমণে বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ মে ২০২১ ০০:১৪

রাজশাহীতে করোনা সংক্রমণে মৃত্যু বেড়েছ। রোববার ও সোমবার দুইদিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ও উপসর্গে চিকিৎসারত ৯ রোগী মারা গেছেন। সোমবার রামেক হাসপাতালে নতুন করে ৬১ করোনা রোগী শনাক্ত হয়েছে।

চিকিৎসকরা বলছেন, ইদের কয়েকদিন আগে থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ রাজশাহীতে এসে চলাচল করেছে। একই সাথে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মাস্ক পরাতে আগ্রহ্য করায় করোনা শনাক্তের সংখ্যা বৃদ্বির পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, গত রোববার থেকে আইসিইউতে বেড আর ফাঁকা নেই। অথচ এর আগে অর্ধেক এর বেশী বেড ফাঁকা থাকতো। বর্তমানে করোনা ওয়ার্ডে ১০৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৭৩ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৪ জন। মৃতদের মধ্যে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে দুইজন ও আইসিইউতে একজনের মৃত্যু হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]