5091

04/29/2025 শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজটাইমস ডেস্ক

২৪ মে ২০২১ ২১:৫২

অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে রাজশাহীতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ মে) নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১১ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় ও ইশতেয়াক আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, রাজশাহী কলেজের জিন্নাত আরা সুমু, নিউ গভ. ডিগ্রি কলেজের নাদিম সিনা, রুয়েটের জারির, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অফ হেলথ টিচের সজিব, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাকিল আহমেদসহ প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, স্বাস্থ্য মেনে দেশের সবকিছু যেভাবে সচল হয়েছে, ঠিক সেভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায়।

অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, শিক্ষার্থীরা তাদের জীবন থেকে একটি বছর হারিয়েছে নতুন আরো একটি হারাতে চায় না। অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়েছে। অনেকের শিক্ষাজীবন এখন হুমকির সম্মুখীন।


এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]