5104

04/29/2025 মুসলিম সেতো এক দেহ-এক প্রাণ

মুসলিম সেতো এক দেহ-এক প্রাণ

রাজটাইমস ডেস্ক

২৬ মে ২০২১ ০০:০১


                                     -আব্দূর রাজ্জাক রিপন
 
মানবতা! কিসের মানবতা?
বিশ্ব বিবেক আজ নিশ্চুপ,
ফিলিস্তিন ভূখন্ড আজ মৃত্যু পুরী,
নারী শিশু আর বৃদ্ধের আহাজারী।
 
সন্তানহারা পিতার করুন আর্তনাদ
পিতৃহারা সন্তানের গগণবিদারী কান্না,
স্বামীহারা স্ত্রীর বুকফাটা দীর্ঘ নাভীশ্বাষ,
সব‌ই যেন এক উপহাস হাঁসে,
তথাকথিত বিশ্ব বিবেকের কাছে।
 
বনি আদম যেন আজ মুল্য হীন বস্তূ
পাখির চেয়েও সস্তা তাদের জীবন।
আশরাফুল মাখলুকাত যেন আজ উপহাস,
‌ওআইসি আজ যেন শুধুই নিরব দর্শক।
মুসলিম রাষ্ট্র প্রধানগণ মুখে কুলুপ আঁটা
এটাই কি মুসলিম ভ্রাতৃত্বের নমুনা?
 
জেগে উঠতে হবে, জাগতেই হবে
গড়তে হবে ইষ্পাত কঠিন ঐক্য,
হাতে নিতে হবে হাজারি জুলফিকার,
দাঁড়াতে হবে পাশে নির্যাতিত মুসলিম জনতার।
 
মুসলিম সেতো এক দেহ-এক প্রাণ
হবে নাকো তাঁরা কভু অভিন্ন খান খান,
যেখানেই রক্ত ঝরুক, শহীদ হোক প্রাণ,
মুসলিম সেতো হবে অস্তির, রবে নাকো নিরব প্রাণ।
 
 
 
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]