5269

07/27/2024 রাবি ছাত্রীর আত্মহত্যা

রাবি ছাত্রীর আত্মহত্যা

কে এ এম সাকিব, রাবি

৭ জুন ২০২১ ০৩:১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানমিরা খাতুন নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

গত ৪ জুন (শুক্রবার) রাতে সে আত্মহত্যা করে।তার আত্মহত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সুলতান মাহমুদ রানা।

তানমিরার বাসা ঝিনাইদহ জেলার সদর উপজেলার নেবুতলা গ্রামে।

তানমিরার সহপাঠিদের দেয়া তথ্যে জানা যায়, সে বিবাহিতা এবং শ্বাশুড় বাড়িতে আত্মহত্যা করেছে। তার শ্বশুড়বাড়ি একই উপজেলার রাজনগর গ্রামে।

তার স্বামী তানভীর সেনাবাহিনীতে কর্মরত বলে ও জানায় তার সহপাঠীরা।

মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায় নি। তবে প্রাথমিক ধারণা পারিবারিক বিবাদ ও হতাশায় তার মৃত্যু হতে পারে। 

এখন পর্যন্ত তানমিরার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি এবং পারিবারিকভাবে কিছু জানানো হয় নি। 

এই বিষয়ে জানতে, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. ফারহাত তাসনীমকে ফোনে পাওয়া যায় নি।

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]