5292

03/28/2024 আমলাতন্ত্রের বিকল্প ফেরাউনও বের করতে পারেনি : পরিকল্পনামন্ত্রী

আমলাতন্ত্রের বিকল্প ফেরাউনও বের করতে পারেনি : পরিকল্পনামন্ত্রী

রাজটাইমস ডেস্ক

৯ জুন ২০২১ ০১:৫১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমলাতন্ত্র ভালো। এর বিকল্প সোভিয়েত ইউনিয়ন, চীন, ফেরাউন ও ইসলামের খলিফারাও বের করতে পারেনি বলে মন্তব্য করেছেন
 
মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
 
পরিকল্পনামন্ত্রী একনেকে বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদনের বিষয়ে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমলাতন্ত্র মন্দ নয়, ভালো। আমলাতন্ত্রের কোনো বিকল্পও তো নেই। কেউ বিকল্প বের করতে পারেনি। সোভিয়েতরা বের করতে পারেনি, চীনারাও বের করতে পারেনি, ফেরাউনও পারেনি, খলিফারাও পারেনি। সেই মহান আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে।’
 
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘আমলাতন্ত্রের জন্য তাদের যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সাভারে বিপিএটিসি (বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র), এটাকে আধুনিকায়ন, সংস্কার, প্রশস্ত সবকিছু করব।’
 
জানা গেছে, ‘বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পটির প্রথম সংশোধন অনুমোদন দেয়া হয়েছে। এতে প্রকল্পটির খরচ ৩৪৮ কোটি ৬১ লাখ টাকা বেড়ে এক হাজার ২০৭ কোটি ৬১ লাখ টাকা হয়েছে। প্রকল্পটি ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনে বাস্তবায়ন করার কথা থাকলেও এর মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
 
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি নিজেও এক সময় ছোটখাটো আমলা ছিলাম। মনেপ্রাণে এখনো বড় আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে। কাজেই আমলাতন্ত্রের এই প্রকল্প পাস হয়েছে আজকে।’
 
মঙ্গলবারের একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের মৌলিক প্রশিক্ষণ কোর্স ছয় মাসের থেকে বাড়িয়ে ১০ মাস করার নির্দেশ দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
 
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]