5320

04/19/2024 ১২ জনের মৃত্যু তবুও মানছেনা স্বাস্থ্যবিধি

১২ জনের মৃত্যু তবুও মানছেনা স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক

১০ জুন ২০২১ ২৩:০৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এদিকে নগরীতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। এতে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বৃহত্তর রাজশাহী অঞ্চল।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, মৃত ১২ জনের মধ্যে সাতজনের করোনা পজিটিভ ছিল। অন্য পাঁচজন মারা গেছেন উপসর্গ নিয়ে। করোনা পজিটিভ মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজনের বাড়িই রাজশাহী। আর দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাঁরা মারা যান।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ২৯০ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]