5650

05/03/2025 নাটোর কারাগারের হাজতির মৃত্যু

নাটোর কারাগারের হাজতির মৃত্যু

নাটোর সংবাদদাতা

৩ জুলাই ২০২১ ০৩:৪১

নাটোর কারাগারের আনোয়ার হোসেন (৫০) নামের এক হাজতী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শুক্রবার বিকেল চারটার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে তিনি মারা যান। আনোয়ার হোসেন নাটোরের সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে। তিনি হৃদরোগে ভুগছিলেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, হাজতী আনোয়ার হোসেন নাটোর সদর থানার একটি মাদক মামলায় চলতি বছরের ৩ জুন থেকে নাটোর জেলা কারাগারে আটক ছিলেন । শুক্রবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবণতি হলে তাকে বিকেলে নাটোর আধুনিক হাসপাতালে নেয়া হয়েছিল । চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা গেছেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]